Home জাতীয় হঠাৎ এরশাদের ঝলক মিললো

হঠাৎ এরশাদের ঝলক মিললো

60
0
SHARE
Social Media Sharing

ঢাকা অফিস

অসুস্থ হওয়া না হওয়া নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই দেখা মিলল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথাও বললেন তিনি।

আজ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পৌঁছান তিনি। এসময় গাড়িতে বসেই অল্প কয়েকমিনিট বক্তব্য দেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি পারবে না। এগিয়ে যাব।

তিনি বলেন, আমার বয়স হয়েছে। চিকিৎসা করতে দেবে না। বাইরে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না। জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে। আমি বেঁচে থাকবো।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কোনো ভয় নেই। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে এবারও নির্বাচন করবে।

এরশাদ বলেন, নতুন মহাসচিবকে দায়িত্ব দিয়েছি। পুরনো মহাসচিবের পাশাপাশি নতুন মহাসচিবকে ভালোবাসতে ও সহযোগিতা করতে হবে।

এরপর অসুস্থতার কথা জানিয়ে ওই স্থান ত্যাগ করেন তিনি।

আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে হঠাৎ জাপা চেয়ারম্যানের অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির খবর আসে গণমাধ্যমে।

গত সংসদ নির্বাচনেও প্রায় একই ধরনের ঘটনা ঘটায় তার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন ডালপালা ছড়ায়।

এর মধ্যে কিন্তু জাপার সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, এরশাদের অসুস্থতা এমন কিছু নয়। তিনি নির্বাচনে অংশ নেবেন।

সর্বশেষ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে দলের চেয়ারম্যান নিয়ে কথা বলে জাতীয় পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

তিনি জানান, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে এরশাদ ভয়ে থাকেন। এ কারণে তাকে হাসপাতালে যেতে হয়। ঘুমের ডিস্টার্ব হলেও তিনি সিএমএইচে যান। বাসায় একা থাকেন বলে তার একলা লাগে, ভয় করে।


Social Media Sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here