Home উত্তরাঞ্চল লালমনিরহাট লালমনিরহাট মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া সার্টিফিকেট ও সনদে নিয়োগ

লালমনিরহাট মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া সার্টিফিকেট ও সনদে নিয়োগ

730
0
SHARE
Social Media Sharing

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট অফিস
লালমনিরহাট মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া সাটিফিকেট, জন্ম নিবন্ধন ও ৮ম শ্রেনী পাশের সনদ দেখিয়ে দপ্তরী-কাম প্রহরী পদে নিয়োগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, স্মারক নং-উশিঅ/সদর/লাল/নিয়োগ ২০১৭/১৮৯ গত ১৪ফেব্রুয়ারী/১৭ তারিখে লালমনিরহাট উপজেলা শিক্ষা অফিস কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিতে দপ্তরী-কাম প্রহরী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ০১ মার্চ/১৭ইং তারিখ পর্যন্ত ৩০ বছর হতে হবে মর্মে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১জন দপ্তরী-কাম প্রহরী নিয়োগের প্রেক্ষিতে গত ২৮ডিসেম্বর/১৭ তারিখে উপজেলা শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ১২জন পরীক্ষার্থী থাকলেও ৯ জন পরীক্ষার্থী উপস্থিত হন। মৌখিক পরীক্ষা শেষে যে ব্যক্তিকে দপ্তরী-কাম প্রহরী পদে মোঃ মাহাবুবর রহমানকে নিয়োগ দেয়া হয়। তার পিতা-মোঃ তছলিম উদ্দিন, মাতাঃ মোছাঃ মায়া বেগম, ভোটার আইডি সূত্রে পাওয়া জন্ম তারিখ ০২মে/৮৪। যেখানে তার বয়স ৩৩ বছর ৭ মাস ২৯ দিন। যাহার ভোটার ১৬৪, আইডি নং-৫২০৫২২২৮৮৪৫৮। ভুয়া জন্ম নিবন্ধন ও ভুয়া ৮ম শ্রেণী পাশের সনদ অনুযায়ী তার বয়স ৩০ বছরের মধ্যে হলেও উক্ত পরীক্ষার্থীর প্রকৃত বয়স বর্তমানে ৩৪ বছর এবং এসএসসি পরীক্ষার মূল টেব্যুলেশণ সীট অনুযায়ী তার জন্ম তারিখঃ ০৭/০১/১৯৮৪। অথচ উক্ত মাহাবুবর রহমান ১৯৯৫ সালে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় ৬ষ্ঠ শ্রেণীতে আর ওই বিদ্যালয় হতে ১৯৯৯, ২০০০ সালে এসএসসি পরীক্ষা দিলেও ২০০১ সালে এসএসসি পাস করে। যাহার রেজিঃ নং-৭৬০৫৫২/১৯৯৭-১৯৯৮, রোল নং-৬১৫৩৭৩, বিদ্যালয় কোডঃ ৭২৭৭, কেন্দ্র কোডঃ ৩৫১ এবং তার গ্রেড-২.০০ জন্ম তারিখঃ ০৭/০১/১৯৮৪। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


Social Media Sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here