Home উত্তরাঞ্চল নীলফামারী নীলফামারীর ঐতিহ্যবাহী যাদুরহাটে অবৈধভাবে দোকানঘর নির্মান

নীলফামারীর ঐতিহ্যবাহী যাদুরহাটে অবৈধভাবে দোকানঘর নির্মান

50
0
SHARE
Social Media Sharing

নীলফামারী অফিস
নীলফামারী সদর উপজেলার ঐতিহ্যবাহী যাদুর হাটে এক ব্যক্তি প্রভাব দেখিয়ে অবৈধভাবে হাটের মিড সেডের সামনে দোকান ঘর বসিয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন হাটের ইজারাদার।
অভিযোগে জানা গেছে নীলফামারী সদর থানার সোর্স নতিব চাপড়া ডাঙ্গাটারী গ্রামের এনামুল হক সম্প্রতি প্রভাব খাটিয়ে জোরপূর্বক হাটটির মিড সেটের সামনে একটি দোকান ঘর স্থাপন করেন। দোকানটি স্থাপনের কারণে মিড সেডটি ঢাকা পড়ে যায়। এছাড়া অবৈধভাবে দোকান ঘরটি স্থাপনের কারণে সংকুচিত হয়ে পড়েছে মুরগি .হাঁস ও কবুতর বিক্রীর জায়গা। দোকান ঘরটি প্রধান সড়ক ঘেঁষা হওয়ায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। এব্যাপারে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি এনামুল হক। হাটের ইজারাদার কামারুজ্জামান চৌধুরী বলেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে।


Social Media Sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here