নিজস্ব সংবাদদাতা, গঙ্গাচড়া (রংপুর)
গঙ্গাচড়ায় ৪৭তম স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফসিউল আলম বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম । বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম বাদশা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির । ক্রীড়া প্রতিযোগীতায় এ্যাথলেটিক্স সহ ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।