Home বিনোদন কান উৎসবে প্রজাপতি রূপে ঐশ্বরিয়া

কান উৎসবে প্রজাপতি রূপে ঐশ্বরিয়া

205
0
SHARE
Social Media Sharing

বিনোদন ডেস্ক

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সংবাদ মাধ্যমের নজর থাকে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের দিকে। গত বছর রাজকন্যা ‘সিন্ডেরেলা’ হয়ে উপস্থিত হয়েছিলেন এই তারকা। তার উপস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। এবছরও কান উৎসবে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। তবে এবার তাকে দেখা গেছে প্রজাপতির রুপে।

ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর ডিজাইন করা পোশাক পরে কান উৎসবে গিয়ে সবাইকে চমকে দেন। ঐশ্বরিয়া যে গাউনটি পরে উপস্থিত হন সেটি ছিল ক্রিস্টাল দিয়ে খচিত। স্লিভলেস এই গাউনের লেজ ২০ ফুট লম্বা। এই গাউনটি তৈরি করতে সময় লেগেছে ১২৫ দিন। এক সাক্ষাৎকারে ডিজাইনার মাইকেল সিনকো এই তথ্য জানিয়েছেন।

১৬ বছর ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন ঐশ্বরিয়া। ২০০২ সালে প্রথম কানে আমন্ত্রণ পান। এরপর থেকে তিনি নিয়মিত এই উৎসবে অংশ নেন। এবার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কান উৎসবের লালগালিচায় হাটেন। ‘প্রজাপতি’ গাউন পরে আলোচনা ছড়িয়েছেন এই তারকা। ঐশ্বরিয়ার সঙ্গে তার মেয়ে আরাধ্যাও কান উৎসবে অংশ নিয়েছেন।


Social Media Sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here